Wellcome to National Portal
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ মে ২০২৫

প্রকল্পের নামঃ প্রিপারেশন অফ চট্টগ্রাম মেট্রোপলিটন মাষ্টার প্ল্যান (২০২০-২০৪১)।

 

প্রকল্পের নামঃ প্রিপারেশন অফ চট্টগ্রাম মেট্রোপলিটন মাষ্টার প্ল্যান (২০২০-২০৪১)।

প্রকল্প সংক্রান্ত তথ্যাবলী:

 বাস্তবায়নকালঃ ফেব্রুয়ারি,২০২০ হতে জুন, ২০২৫

 প্রাক্কলিত ব্যয়ঃ ৩৫৮৭.৮৮ (১ম সংশোধিত)

 প্রকল্প পরিচালকঃ জনাব মোঃ আবু ঈসা আনছারী, উপ-প্রধান নগর পরিকল্পনাবিদ  (ভারপ্রাপ্ত) ও নগর পরিকল্পনাবিদ-২

মূল কার্যক্রম:

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এর আওতাধীন এলাকার উন্নয়ন ও নিয়ন্ত্রনের জন্য মাস্টার প্ল্যান প্রণয়ন।

জুন/২০২৪ পর্যন্ত ক্রমপুঞ্জিত অগ্রগতি:

২০২৪-২৫ অর্থবছরের মার্চ/২০২৫ পর্যন্ত আর্থিক অগ্রগতি (বরাদ্দের %) ঃ ১৩.৭৪%

২০২৪-২৫ অর্থবছরের মার্চ/২০২৫ পর্যন্ত ভৌত অগ্রগতি ঃ ৬৫%

প্রকল্পের শুরু থেকে ক্রমপুঞ্চিত ভৌত অগ্রগতিঃ ৮১%

 মন্তব্য/বাস্তবায়ন অগ্রগতিঃ

  • প্রকল্পে নিয়োজিত পরামর্শক প্রতিষ্ঠান এর সার্বিক কার্যক্রমকে নিরীক্ষা করার নিমিত্ত ভেটিং পরামর্শক নিযুক্ত করার কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া ব্যক্তিগত পরামর্শক হিসেবে ইতোমধ্যে প্রাক্তন প্রধান নগর পরিকল্পনাবিদ জনাব শাহীনুল ইসলাম খানকে পি আর এ বিশেষজ্ঞ পদে নিযুক্ত করা হয়। 
  • মাস্টারপ্ল্যান আওতাভূক্ত এলাকায় প্রকল্পের TOR অনুসারে  Action Area Plan এর স্থান নির্বাচন এবং  Policy making এর কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও মাস্টারপ্ল্যান এর অন্যান্য প্রধান Feature (পুকুর, পাহাড়, জলাধার ইত্যাদি) গুলোর উপর পরামর্শক প্রতিষ্ঠানের সাথে নিয়মিত মিটিং করা হচ্ছে। 
  • প্রকল্পে নিয়োজিত পরামর্শক প্রতিষ্ঠান কর্তৃক ইতোমধ্যে ড্রাফট ফাইনাল রিপোর্ট  প্রদান করা হয়েছে।
  • ব্যয়বৃদ্ধি ব্যতিরেকে প্রকল্পের মেয়াদ ১ বছর বৃদ্ধি করার নিমিত্ত ইতোমধ্যে মন্ত্রণালয়ে প্রস্তাবনা করা হয়েছে। এই বিষয়ে মন্ত্রণালয় আগামী পি.এস.সি সভায় সিদ্ধান্ত গ্রহণ করবে।
  • প্রকল্পের ক্রমপুঞ্জিত আর্থিক অগ্রগতি ৪৪.৮১% ও ভৌত অগ্রগতি ৮১%।