Wellcome to National Portal
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ মে ২০২৫

প্রকল্পের নামঃ কর্ণফুলী নদীর তীর বরাবর কালুরঘাট সেতু হতে চাক্তাই খাল পর্যন্ত সড়ক নির্মাণ ।

প্রকল্পের নামঃ কর্ণফুলী  নদীর তীর বরাবর কালুরঘাট সেতু হতে চাক্তাই খাল পর্যন্ত সড়ক নির্মাণ ।

প্রকল্প সংক্রান্ত তথ্যাবলী:

- বাস্তবায়নকালঃ জুলাই, ২০১৭ হতে জুন ২০২৫।

প্রস্তাবিত মেয়াদ বৃদ্ধি: ফেব্রুয়ারি,২০২০ হতে জুন, ২০২৬

- প্রাক্কলিত ব্যয়ঃ  ২৭৭৯৩৯.৪৭ (২য় সংশোধিত)

- প্রকল্প পরিচালকঃ  রাজীব দাশ,নির্বাহী প্রকৌশলী, চউক ।

মূল কার্যক্রম:

৮.৫০০ কিঃমিঃ দীর্ঘ, বর্তমান আর.এল ৪.০০ মিটার হতে ৯.৪০ মিটার (কম/বেশী) উচ্চতা বিশিষ্ট ও ২৪.৫০ মিটার প্রস্থ বিশিষ্ট শহর রক্ষাকারী বাঁধ কাম রাস্তা নির্মাণ, ভূমি অধিগ্রহণ (রোড) - ৬৯.৫০ হেক্টর, রেগুলেটর নির্মাণ-১২টি, পাম্প হাউস নির্মাণ-১২টি, পানির পাম্প সরবরাহ এবং স্থাপন- ১২টি (১ ঘন মিটার প্রতিটি), জেনারেটর সরবরাহকরণ এবং স্থাপন-১২টি, স্লোপ প্রোটেকশান (C.C. Block)-২১২৫০০ বর্গমিটার।

জুন/২০২৪ পর্যন্ত ক্রমপুঞ্জিত অগ্রগতি:

২০২৪-২৫ অর্থবছরের মার্চ/২০২৫ পর্যন্ত আর্থিক অগ্রগতি (বরাদ্দের %) ঃ ০.৫০%

২০২৪-২৫ অর্থবছরের মার্চ/২০২৫ পর্যন্ত ভৌত অগ্রগতি ঃ ৫৬%

  প্রকল্পের শুরু থেকে ক্রমপুঞ্জিতভৌত অগ্রগতিঃ ৮২%

মন্তব্য/বাস্তবায়ন অগ্রগতি

  • প্রকল্পের আওতায় ১২ টি রেগুলেটর/স্লুইস গেইট এর মধ্যে বর্তমানে ১০টি রেগুলেটর/স্লুইস গেইট এর নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে এবং মাটি ভরাটের কাজ চলমান রয়েছে। এছাড়াও ১২টি পাম্পের মধ্যে ৮টি পাম্প স্থাপন করা হয়েছে।
  • এছাড়া ISG, Sub-base, Base Type –I ও II এর কাজ চলমান আছে।
  • প্রকল্পের অনুকূলে পিএল একাউন্ট খোলার বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ মন্ত্রণালয়ের মাধ্যমে চীফ ফিন্যান্স অফিসার বরাবরে প্রস্তাব প্রেরণ করা হয়েছে এবং বর্তমানে পিএল একাউন্ট খোলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। পিএল একাউন্ট সৃজন সম্পন্ন হলে অতিশীঘ্রই ৩য় কিস্তির অর্থ অবমুক্তির প্রস্তাব প্রেরণ করা হবে।
  • পিএল একাউন্ট সৃজন ব্যতীত প্রকল্পের  অনুকূলে অর্থ ছাড় না হওয়ায় প্রকল্পের অগ্রগতি ব্যহত হচ্ছে।  
  • প্রকল্পের ক্রমপুঞ্জিত আর্থিক অগ্রগতি ৭৮.৭৮% ও ভৌত অগ্রগতি ৮২% ।