![]() ![]() |
প্রকল্পের নামঃ কর্ণফুলী নদীর তীর বরাবর কালুরঘাট সেতু হতে চাক্তাই খাল পর্যন্ত সড়ক নির্মাণ । প্রকল্প সংক্রান্ত তথ্যাবলী: - বাস্তবায়নকালঃ জুলাই, ২০১৭ হতে জুন ২০২৪। - প্রাক্কলিত ব্যয়ঃ ২৭৭৯৩৯.৪৭ - প্রকল্প পরিচালকঃ রাজীব দাশ,নির্বাহী প্রকৌশলী, চউক । |
![]() |
মূল কার্যক্রম: • চউক কর্তৃক জমি ক্রয়ের মাধ্যমে ক্ষতিগ্রস্থ জমি মালিকদের ক্ষতিপূরণ প্রদান চলমান রয়েছে। বর্তমানে ১০টি রেগুলেটর/স্লুইস গেইট, রেগুলেটরের মূখে স্লোপ প্রটেকশনের এবং বাঁধের মাটি ভরাটের কাজ চলমান আছে। প্রকল্পের প্রস্তাবিত ২য় সংশোধিত ডিপিপি গত ১৬/০৮/২০২২ তারিখে অনুষ্ঠিত একনেক সভায় শর্ত সাপেক্ষে অনুমোদিত হয়। একনেক সভার সিদ্ধান্তের আলোকে ডিপিপি পুনর্গঠন করে একনেক দপ্তরে প্রেরণ করা হয়েছে। শীগ্রই জিও জারি করা হবে। প্রকল্পের ক্রমপুঞ্জিত আর্থিক অগ্রগতিঃ ৫০.০৪% জুন/২০২২ পর্যন্ত ক্রমপুঞ্জিত অগ্রগতি: আর্থিকঃ ১১৫৬০৯.৬৩ (৪১.৫৯৫%) ভৌতঃ ৬৬% ২০২২-২০২৩ অর্থ বছরের এডিপি বরাদ্দঃ ৩৬০৫০.০০ বার্ষিক ভৌত লক্ষ্যমাত্রাঃ ৫% বর্তমানে এটি একটি চলমান প্রকল্প। |