|
প্রকল্পের নামঃ কন্সট্রাকশন অফ ১০ স্টোরিড এপার্টমেন্ট কমপ্লেক্স ওইথ ওয়ান সেমিবেইসমেন্ট এট দেওয়ান হাট, চিটাগাং (১ম সংশোধিত )। উদ্যোগী মন্ত্রণালয়ঃ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। বাস্তবায়নকারী সংস্থাঃ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)
|
||||||||||||||||||||
প্রকল্পের উদ্দেশ্য:
(ক) ক্রমবর্ধমান আবাসিক সমস্যার সমাধান। (খ) পরিকল্পিতভাবে আধুনিক নাগরিক সুবিধা সম্পন্ন বাসস্থান নির্মাণ। প্রকল্পের মূল কার্যক্রম : (ক) চট্টগ্রাম শহরের দেওয়ানহাট মোড়ের সন্নিকটস্থ চউক মালিকানাধীন ০.২৬ একর জমির উপর সেমিবেইসমেন্ট সহ ১০ তলা আবাসিক ভবন নির্মাণ। (খ) সেমিবেইসমেন্ট ও নিচ তলায় প্রায় ১৬৯০০ বর্গফুট পার্কিং স্পেসসহ ৪৫টি ফ্ল্যাটে নির্মাণ। ২০২২-২০২৩ অর্থ বছরের আরএডিপি বরাদ্দঃ বরাদ্দঃ ১৪৬৯.০০ লক্ষ (সিডিএ) ২০২২-২০২৩ অর্থ বছরের জানুয়ারি, ২০২৩ পর্যন্ত ব্যয় ও ব্যয়ের শতকরা হারঃ ৯০০.০০ লক্ষ (বরাদ্দের ৬৫.৬৯%) (সিডিএ) । জানুয়ারি, ২০২৩ পর্যন্ত প্রকল্পের ক্রমপুঞ্জিত আর্থিক ও ভৌত অগ্রগতিঃ টাঃ ২১২৩.৭৮ লক্ষ ও ৮১.৬১%। ভৌত অগ্রগতি ৯২%।
প্রকল্পের কাজের বর্তমান অবস্থাঃ প্রকল্পের আওতায় নির্মিতব্য ভবনের সবগুলো ছাদ ঢালাই সহ গাঁথুনী ও অভ্যন্তরীন প্লাস্টার কাজ সম্পন্ন হয়েছে। স্যানেটারী, ইলেক্ট্রিফিকেশন ও টাইলস্ এর কাজ সহ অন্যান্য কাজ চলমান। প্রকল্পটি ২০২২-২০২৩ অর্থবছরে জুন’২০২৩ এর মধ্যে সমাপ্তির জন্য নির্ধারিত আছে। |