প্রকল্পের আওতায় ৩৬ টি খালে প্রাথমিকভাবে খালের ময়লা কাঁদা ও মাটি অপসারণ করা হয়েছে। ৩৬টি খালে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়েছে এবং ইতিমধ্যে ৩১৭৯ টি অবৈধ স্থাপনা অপসারণ করা হয়েছে।
২৮ টি খালের পাড়ে রিটেইনিং ওয়াল নির্মাণ কাজ চলমান এবং ইতিমধ্যে প্রায় ৯২ কি.মি. রিটেইনিং ওয়াল নির্মাণ সম্পন্ন করা হয়েছে এবং ১৮ কি.মি. রিটেইনিং ওয়াল নির্মাণ কাজ চলমান। রিটেইনিং ওয়াল নির্মাণ কাজের সার্বিক অগ্রগতি ৬৫%।
প্রকল্পের আওতায় ৫৪ টি ব্রীজ/কালভার্ট এর মধ্যে ৫৪ টির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এর মধ্যে অধিকাংশ যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। অল্প কয়েকটির এপ্রোচ নির্মাণ কাজ চলমান। ব্রীজ/কালভার্ট নির্মাণ কাজের সার্বিক অগ্রগতি ৯৮%।
প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংগ মহেশ খালসহ ৫টি রেগুলেটর নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। কেবলমাত্র পাম্প স্থাপনের কাজ বাকি রয়েছে। সার্বিক অগ্রগতি ৯৫%।
পানি সরবরাহ বাঁধা মুক্ত করার জন্য ১০.০৭ কি.মি. নতুন ড্রেইন নির্মাণ করা হয়েছে। সার্বিক অগ্রগতি ১০০%। ১৫.৫ কি.মি. রোড সাইড ড্রেইন নির্মাণ করা হয়েছে। সার্বিক অগ্রগতি ১০০%। ৪২ টি সিল্ট ট্র্যাপের মধ্যে ৭টির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে এবং ১০টির কাজ চলমান রয়েছে। ভূমি অধিগ্রহণ সম্পন্ন না হওয়ায় অবশিষ্ট সিল্ট ট্র্যাপ সমূহের কাজ শুরু করা যাচ্ছে না। খালের পাড়ে ৮ কি.মি. রাস্তা নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে এবং ৫ কি.মি. রাস্তার কাজ চলমান। ভূমি অধিগ্রহণ সম্পন্ন না হওয়ায় অবশিষ্ট রাস্তার কাজ শুরু করা যাচ্ছে না।
২১ টি খালের জন্য ৭টি ভূমি অধিগ্রহণ প্রস্তাব জেলা প্রশাসক, চট্টগ্রামের দপ্তরে দাখিল করা হয়েছে। এর মধ্যে ২টি প্রস্তাব জেলা স্থান নির্বাচন কমিটির সভায় অনুমোদিত হয়ে কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটিতে প্রেরণের সুপারিশ করা হয়েছে। অবশিষ্ট ৫টি প্রস্তাবের কার্যক্রম চলমান রয়েছে।
২০২২-২৩ অর্থবছরের প্রথম ও দ্বিতীয় কিস্তির অর্থ অবমুক্তিকরণের প্রস্তাব ইতোমধ্যে মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে।