Wellcome to National Portal
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ এপ্রিল ২০২৩

চেয়ারম্যান মহোদয়ের জীবনবৃত্তান্ত

আলহাজ্ব এম. জহিরুল আলম দোভাষ

চেয়ারম্যান

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ

 

বীর চট্টলার কৃতি সন্তান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এম. জানে আলম দোভাষের সুযোগ্য পুত্র জনাব এম. জহিরুল আলম দোভাষ। 

জনাব এম. জহিরুল আলম দোভাষ নগরের ফিরিঙ্গিবাজার ওয়ার্ডে চার মেয়াদে (১৯৯৪-২০১৫) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর ছিলেন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র হিসাবেও দায়িত্ব পালন করেছেন একাধিকবার। এছাড়াও তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রতিনিধি হিসেবে উনিশ বছর সিডিএ-এর বোর্ড মেম্বারের দায়িত্ব পালন করেছেন। ২০১৯ সালের ২৪শে এপ্রিল এম. জহিরুল আলম দোভাষ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে যোগদান করেন। জনাব এম. জহিরুল আলম দোভাষ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। 

মরহুম এম. জানে আলম দোভাষ ও মরহুমা রহিমা খাতুন-এর একমাত্র পুত্রসন্তান এম. জহিরুল আলম দোভাষ ঐতিহ্যবাহী দোভাষ পরিবারে চট্টগ্রামের ফিরিঙ্গিবাজার এলাকায় ৬ নভেম্বর ১৯৫৮ সালে জন্মগ্রহণ করেন।

জনাব এম. জহিরুল আলম দোভাষ একাধিক সামাজিক সংগঠনের সাথে জড়িত। সামাজিক কর্মকাণ্ড, শান্তি ও স্থিতিশীলতার ক্ষেত্রে অবদান এবং রাজনীতিতে নির্মোহ ও সজ্জনব্যক্তি হিসাবে এম. জহিরুল আলম দোভাষের সুপরিচিতি রয়েছে। 

এছাড়াও জনাব এম. জহিরুল আলম দোভাষ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়ের অধীনে ১২ টি দপ্তর সংস্থার কর্মকর্তাগণের মধ্যে শ্রেষ্ঠ নির্বাচিত হয়ে জাতীয় শুদ্ধাচার পুরস্কারে (২০১৯-২০) ভূষিত হন।


ব্যক্তিগত জীবনে তিনি ১ কন্যা ও ২ পুত্র  সন্তানের জনক।