Wellcome to National Portal
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ এপ্রিল ২০২৫

চট্টগ্রাম সিটি আউটার রিং রোড (পতেঙ্গা হতে সাগরিকা)।

প্রকল্পের নামঃ চট্টগ্রাম সিটি আউটার রিং রোড (পতেঙ্গা হতে সাগরিকা)।

প্রকল্প সংক্রান্ত তথ্যাবলী:

- বাস্তবায়নকাল: জানুয়ারি ২০১১ হতে ডিসেম্বর ২০২৪

- প্রস্তাবিত মেয়াদ বৃদ্ধি: জানু,২০১১ হতে ডিসেম্বর, ২০২৫ 

- প্রাক্কলিত ব্যয়:    

৩৩২৪১৫.০৩ (জিওবি অনুদান-২২৯১৬৮.৫৩ জিওবি ঋণ-৩৮৮৯১.৪২ জাইকা ৬৪৩৫৫.০৮) (৪র্থ সংশোধিত)

-প্রকল্প পরিচালকঃ

      জনাব কাজী হাসান বিন শামস, প্রধান প্রকৌশলী, চউক ।

মূল কার্যক্রম:

চট্টগ্রাম মহানগর রক্ষাকারী বিদ্যমান উপকূলীয় বাঁধের উপর ৪ লেইন বিশিষ্ট ১৫.২০ কিঃ মিঃ দীর্ঘ সড়ক নির্মাণ, বাঁধের বিদ্যমান উচ্চতা ২০-২৩ ফুট হতে ৩০-৩৩ ফুট পর্যন্ত বৃদ্ধিকরণ ও ২.১৫ কিঃ মিঃ (ফিডার রোড ১-১.২০ কিলোমিটার ও ফিডার রোড ৩- ০.৯৫ কিঃমিঃ ফ্লাইওভার নির্মাণ) দীর্ঘ ও ৬০ ফুট প্রশস্থ বিশিষ্ট ২ টি ফিডার রোড নির্মাণ, ৩টি ইন্টার চেইঞ্জ ব্রীজ নির্মাণ, ৯টি রাউন্ড অ্যাবাউট নির্মাণ, 5.500 কিঃমিঃ Wave Deflected Wall নির্মাণ, C.C. Block নির্মাণ ।

জুন/২০২৪ পর্যন্ত ক্রমপুঞ্জিত অগ্রগতি:

২০২৪-২৫ অর্থবছরের মার্চ/২০২৫ পর্যন্ত আর্থিক অগ্রগতি (বরাদ্দের %) ঃ ৩৮.৮৩%
২০২৪-২৫ অর্থবছরের মার্চ/২০২৫ পর্যন্ত ভৌত অগ্রগতিঃ ৫৫%
প্রকল্পের শুরু থেকে ক্রমপুঞ্জিতভৌত অগ্রগতিঃ ৮৯%

মন্তব্য/বাস্তবায়ন অগ্রগতিঃ

  • ব্যয় বৃদ্ধি ব্যতিরেকে ডিসেম্বর’২০২৫ পর্যন্ত ১ বছর প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে প্রক্রিয়াধীন আছে। মেয়াদ বৃদ্ধির জিও পাওয়া গেলে ২য় ও ৩য় কিস্তির অর্থছাড়ের প্রস্তাব প্রেরণ করা হবে। প্রকল্পের অনুকূলে পিএল একাউন্ট খোলার বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ মন্ত্রণালয়ের মাধ্যমে চীফ ফিন্যান্স অফিসার বরাবরে প্রস্তাব প্রেরণ করা হয়েছে এবং বর্তমানে পিএল একাউন্ট খোলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
  • পিএল একাউন্ট সৃজন ব্যতীত প্রকল্পের  অনুকূলে অবশিষ্ট কিস্তির অর্থ ছাড় না হওয়ায় প্রকল্পের অগ্রগতি ব্যহত হচ্ছে।
  • বর্তমানে  টানেল জংশনের ফ্লাইওভারের পাইলিং কাজ  চলমান রয়েছে। দুই পাশে রাস্তা প্রশস্থকরণের কাজও শুরু করা হয়েছে। জমি ক্রয় ও অবকোঠামোর ক্ষতিপূরণ প্রদানের বিষয়টি চলমান আছে।
  • প্রকল্পের ক্রমপুঞ্জিত আর্থিক অগ্রগতি ৮৬.৫৭% ও ভৌত অগ্রগতি ৮৯%।